Surprise Me!

এবারের হজ ব্যবস্থাপনা হবে শ্রেষ্ঠ : মক্কার হজ কাউন্সিলর || Jagonews24.com

2021-06-15 0 Dailymotion

বিগত যেকোনো সময়ের তুলনায় এ বছর জাতিকে একটি উত্তম ও শ্রেষ্ঠ হজ ব্যবস্থাপনা উপহার দিতে পারবেন বলে দৃঢ় আশা ব্যক্ত করেছেন মক্কা ও জেদ্দায় বাংলাদেশ হজ অফিসের কাউন্সিলর মোহাম্মদ মাকসুদুর রহমান। শুক্রবার (১৭ আগস্ট) চলতি বছরের হজ ব্যবস্থাপনার সর্বশেষ সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে জাগো নিউজের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।<br /><br />তিনি বলেন, ‘চলতি বছর ১ লাখ ২৭ হাজারেরও বেশি বংলাদেশি হজযাত্রীর সকলেই নিরাপদে সৌদি আরব পৌঁছেছেন।’ তার জানা মতে, কোনো বাংলাদেশি হজযাত্রী আসতে পারেনি-এমন তথ্য জানা নেই। এছাড়া বিমানের কোনো ফ্লাইট শিডিউল বিপর্যয় ছিল না। তাছাড়া বড় ধরনের কোনো সমস্যাও পাওয়া যায়নি...

Buy Now on CodeCanyon